চীনে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি ‘বেঙ্গলি বিউটি’

বিনোদন ডেস্ক

‘বেঙ্গলি বিউটি’ ছবির দৃশ্যে রাহশান নূর ও মুমতাহিনা টয়া
‘বেঙ্গলি বিউটি’ ছবির দৃশ্যে রাহশান নূর ও মুমতাহিনা টয়া

চীনে মুক্তি পাবে বাংলাদেশি ছবি ‘বেঙ্গলি বিউটি’। গত বছরই সুখবরটা পাওয়া গেছে। ছবিটির পরিচালক ও অভিনেতা রাহশান নূর গত বছর সেপ্টেম্বরে এ খবর জানিয়েছিলেন।

আজ সোমবার সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে জানান, মুক্তির দিনটি সামনে চলে এসেছে। আগামী ৩ মে চীনে মুক্তি পাচ্ছে ‘বেঙ্গলি বিউটি’।

নূর বলেন, ‘চীনের চলচ্চিত্র বাজারে ছবি মুক্তি দেওয়াটা বেশ কঠিন। চীনা ছবির বাইরে সারা বছর তারা কেবল ৩৬টি ছবি মুক্তি দেয়। তার মধ্যে হলিউডের ছবিই বেশি থাকে। বলিউডের মাত্র কয়েকটি ছবি চীনে মুক্তি পেয়েছে।

এই প্রথম কোনো বাংলা ছবি চীনে মুক্তি পেতে যাচ্ছে।’ 

বেঙ্গলি বিউটি ছবিটি চীনা ভাষায় ডাব করে দেখানো হবে। বেঙ্গলি বিউটি ছবির চীনা নাম ‘জিনসে দে মানজালা’। এর অর্থ সোনার বাংলা।

চীনের কোম্পানি জিনি মিডিয়া ছবিটির পরিবেশনার দায়িত্ব নিচ্ছে। কোম্পানিটির অধীনে প্রায় তিন হাজার সিনেমা হল রয়েছে।

ছবিতে রাহশান নূরের বিপরীতে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে