মাদারীপুরের কালকিনি উপজেলায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জহিরুল ইসলাম ওরফে জোক্কা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইড়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম ওরফে জোক্কা (৪০) কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার মৃত সোবাহান খানের ছেলে।
র্যাব-৮-এর সূত্র জানায়, আজ ভোররাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইড়কান্দিতে অভিযান চালান র্যাব-৮-এর সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে জহিরুলের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার গণমাধ্যমকে জানান, ‘মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাবের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে জহিরুল মারা যান। নিহত ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি থানায় অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে দুই ডজনেরও বেশি মামলা রয়েছে।’