ফটোসেশন : সাকিবের ব্যাখ্যা মেনে নিল বিসিবি

ক্রীড়া ডেস্ক

সাকিব আল হাসান
সাকিব আল হাসান। ফাইল ছবি

বিসিবি সভাপতি এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ফটো সেশনে উপস্থিত না থাকার ব্যাপারে সাকিব আল হাসানের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছেন।

সাকিব জানিয়েছেন, বিসিবির পাঠানো বার্তা না পড়ার কারণেই ফটো সেশনের বিষয়টি অজানা ছিল।

universel cardiac hospital

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে মাঝপথেই গত রোববার দেশে ফিরে আসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেশে ফিরে আসার পরদিনই মাঠে গিয়ে সতীর্থদের সঙ্গে দেখা করে লাঞ্চের আগেই সেখান থেকে চলে যান তিনি।

অফিসিয়াল ফটোসেশনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের অনুপস্থিতির ব্যাপারে হতাশা প্রকাশ করেন বোর্ড প্রধান সভাপতি নাজমুল হাসান।

আজ মঙ্গলবার তিনি জানান, অনুপস্থিত থাকার ব্যাপারে এরই মধ্যে একটি ব্যাখ্যা দিয়েছেন সাকিব। যা মেনে নেওয়া হয়েছে।

পাপন বলেন, আমাকে বলেছে, বোর্ড থেকে বার্তা পেয়েছে ঠিকই, কিন্তু সেটা সে (সাকিব) খুলে দেখেনি। তাই জানতো না বিসিবিতে ফটোসেশন আছে। এটাই সে বলেছে। যাই হোক, এটি হতেও পারে। সে বলেছে যে, জানলে অবশ্যই থাকত।

প্রসঙ্গত, আইপিএলে খেলতে যাওয়ার কারণে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে একদিনও থাকতে পারেননি সাকিব।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে