বরগুনায় স্ত্রীর মামলায় স্বামীর ৩ বছর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট

স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী মোশাররফকে দোষী সাব্যস্ত করে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দণ্ড, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। দণ্ডপ্রাপ্ত আসামি হলো বরগুনা সদর উপজেলার ফুলতলা আশ্রায়নের আবদুর রাজ্জাক বেপারীর ছেলে মোশাররফ।

মামলার বাদী দণ্ডপ্রাপ্ত মোশাররফ এর স্ত্রী এলেনুর বেগম ওই ট্রাইব্যুনালে ২০১১ সালের ৯ ফেব্রুয়ারী তার স্বামী মোশাররফ এর বিরুদ্ধে অভিযোগ করেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে ভালোবেসে এলেনুর বেগম ২০০৮ সালে বিয়ে করেন। তাদের সংসারে মোর্শেদা নামের একটি কন্যা সন্তান হয়। তার স্বামী ২০১১ সালের ২৫ জানুয়ারী ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে বাদীর বাবার বসত ঘরে বসে এলেনুর বেগমকে বেধড়ক মারপিট করে চলে যায়। এ বিষয়ে বাদী বরগুনা থানায় মামলা করতে গেলে ওই সময় থানা মামলা গ্রহণ করেনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে