স্বাস্থ্য মন্ত্রণালয় মাশরাফি বিন মুর্তজার ঝটিকা অভিযানের পর নড়াইল সদর হাসপাতালে আরও দুই চিকিৎসককে পদায়ন করেছে।
আজ মঙ্গলবার এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-৩ অধিশাখা) উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় আগামী ৩ কার্যদিবসে বদলিকৃত ওই দুই চিকিৎসককে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
নতুন পদায়নকৃত দুই চিকিৎসক হলেন আহাদ আলী সরকার ও ডা. মো. মোশফেক-উর রহমান।
যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. আহাদ আলী সরকার। পদায়নকৃত কর্মস্থলে তিনি সিনিয়র কনসালটেন্ট (চ: দা:) হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া ডা. মো. মোশফেক-উর রহমানকে জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) হিসেবে ওই হাসপাতালে পদায়ন করা হয়েছে।
এর আগে তিনি যশোর সদর হাসপাতালের সংযুক্ত হিসেবে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ছিলেন।