ইরানি পার্লামেন্টে মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আইন পাস হয়েছে। এ সংক্রান্ত একটি বিলে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি স্বাক্ষর করেন।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির স্বাক্ষর করা বিলটি আজ মঙ্গলবার আইনে পরিণত হয়েছে। এতে বলা হয়েছে, সব মার্কিন সৈন্য মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী এবং যুক্তরাষ্ট্রের সরকার এ সন্ত্রাসের পৃষ্ঠপোষক।
রুহানি দেশটির গোয়েন্দা সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা পরিষদকে আইন বাস্তবায়নের নির্দেশ দেন।
এই বিলটি গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে পাস হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজকীয় বিল্পবী বাহিনীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
সূত্র: ইয়েনি শাফাক