পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই : তথ্য মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। আজ বুধবার সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থ বছরে তথ্য মন্ত্রণালয় থেকে ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে দেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তী সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রখ্যাত অভিনয়শিল্পী ড. ইনামুল হকের ‘১৯৭১-সেইসব দিন’-এ দুটি চলচ্চিত্রের বিষয়ে ১১ সদস্যের অনুদান কমিটির ৪ জন অজ্ঞাত কারণে অসম্মতি প্রকাশ করেন।

universel cardiac hospital

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং চলচ্চিত্র অঙ্গনে দেশবরেণ্য চলচ্চিত্রব্যক্তিত্বদের অবদান রাখার সুযোগ দেওয়ার লক্ষ্যে কমিটির সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত সবকটি চলচ্চিত্রের সাথে উল্লিখিত দুটি চলচ্চিত্রকেও অনুদানের আওতায় আনা হয়। যার সাথে অনুদান কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দ সহমত পোষণ করেন। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে