অবশেষে চূড়ান্ত লাল–সবুজ বাংলাদেশের জার্সি

ক্রীড়া ডেস্ক

তীব্র সমালোচনার মুখে আগেই বদলে গিয়েছিল বিশ্বকাপে বাংলাদেশের জার্সির নকশা। আইসিসির অনুমোদন নিয়ে সেটিতে আবারও বদল এনেছে বিসিবি। আজ এক বার্তায় বোর্ড চূড়ান্ত করেছে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি।

বিশ্বকাপের জার্সি পড়ে আনুষ্ঠানিক ফটোসেশনের দিনই ঝড় উঠে সামাজিক যোগাযোগের মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে সবুজের সঙ্গে কেন লাল নেই—বিতর্কটা শুরু হয় এটি নিয়ে। সমালোচনার মুখে পরদিনই বদলে ফেলা হয় জার্সির নকশা।

universel cardiac hospital

তবে তিন দিনের মাথায় সেই নকশায় কিছুটা পাল্টে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। প্রথম দফা পরিবর্তনে জার্সির হাতায় লাল রং থাকলেও চূড়ান্ত নকশায় কেবল বুকেই থাকছে লাল রং।

দুই রঙের জার্সির নকশা করা হয়েছিল। একটি সবুজ, অন্যটি লাল। এবার লাল জার্সিটিতেও পরিবর্তন এসেছে। সেটিতে বুকের সঙ্গে হাতাতে থাকছে সবুজ রং। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বার্তায় এই পরিবর্তন নিশ্চিত হয়েছে। আইসিসির অনুমোদন নিয়েই এই পরিবর্তন এসেছে বলে নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে