এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থা উন্নতির দিকে

ডেস্ক রিপোর্ট

এ টি এম শামসুজ্জামান
এটিএম শামসুজ্জামান। ফাইল ছবি

লাইফ সাপোর্টে থাকা বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

তবে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড জানিয়েছে, তিনি নিউমোনিয়ার আক্রান্ত। যে কারণে তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে এবং তার শরীরে ওষুধ খুব ধীর গতিতে কাজ করছে। তবে এ টি এম শামসুজ্জামানের লিভার এবং কিডনি স্বাভাবিক আছে।

universel cardiac hospital

চিকিৎসকদের বরাত দিয়ে এসব তথ্য জানান এ টি এম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান সেলিম।

তিনি জানান, বৃহস্পতিবার (২ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) মেডিসিন ও বক্ষব্যাধীর বিভাগীয় প্রধান প্রফেসর একেএম মোশাররফ হোসেন এ টি এম শামসুজ্জামানকে দেখেছেন।

তারা এ টি এম শামসুজ্জামানকে বিএসএমএমইউ-তে নিতে চাইলেও তার শারীরিক অবস্থার কারণে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না।

সালেহ জামান আরও জানিয়েছেন, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মাধ্যমে এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। এছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদও এ টি এম শামসুজ্জামানকে দেখে গেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে