ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার আশঙ্কায় ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে ৪৩ টির বেশি ট্রেনের যাত্রা বাতিল করেছে। আগামী দুইদিন এসব ট্রেন চলাচল বন্ধ থাকবে। কাল শুক্রবারের মধ্যে দেশটির ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় ফণী আঘাত হানতে পারে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, কাল ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, দক্ষিণ পূর্বাঞ্চল রেলওয়ে ভারতের দক্ষিণাঞ্চল ও পুরির মধ্যে চলাচলকারী ১৭টি ট্রেনের যাত্রা বাতিল করেছে। দক্ষিণ ভারতের ২৬টি ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের নিরাপদে রাখতে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের কবলে পড়ার আশঙ্কায় থাকা দুই রাজ্য ওডিশা ও পশ্চিমবঙ্গে ত্রাণবাহী গাড়ি ও ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষে এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে।
ঘূর্ণিঝড় ফণী যে সময়ে ওডিশা উপকূল পার করার কথা, সে সময় ভদ্রক-ভুবনেশ্বর-পুরি-বিশাখাপত্তম এলাকায় ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। সরকারি এক কর্মকর্তা জানান, পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। উপকূলীয় এলাকা থেকে পর্যটকদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।