ফনির পর আসছে সামুদ্রিক ঝড় ‘বায়ু’

স্টাফ রিপোর্টার

ঘূর্ণিঝড়
ফাইল ছবি

চক্রাকারে আসতেই থাকে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের দল। প্রবল গতিতে সেই ঝড় লণ্ডভণ্ড করে দেয় জনজীবনকে।

সমুদ্রের উত্তাল ঢেউ ভাসিয়ে নিয়ে যায় উপকূল এলাকার সবকিছু। তেমনই ভয়াবহ আকার নিয়ে ২০০ কিলোমিটার গতিবেগে ঢুকছে ফনি।

universel cardiac hospital

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪ বলছে, আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে- ফনির তাণ্ডব একসময় ঝিমিয়ে পড়বে। তারপর আবার এক নতুন সামুদ্রিক ঝড় তৈরি হবে। সেই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘বায়ু’। এই নামকরণ করেছে ভারত।

বঙ্গোপসাগর ও আরব সাগর উপকূলের ৮টি দেশের ( বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান) প্যানেল WMO/ESCAP অনুসারে একটি তালিকা থেকে পরবর্তী ঝড়ের নামকরণ করা হয়।

এই ৮টি দেশ একেকবারে আটটি করে ঝড়ের নাম প্রস্তাব করেছে। প্রথম দফায় মোট ৬৪টি নাম নির্ধারণ করা হয়েছে। যেমন ফনি নামটি বাংলাদেশের দেয়া। এরপরের ঝড়ের নাম হবে ভারতের প্রস্তাব অনুযায়ী বায়ু।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে