ঘূর্ণিঝড় ফনির সম্ভাব্য আঘাতের পর দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও সব সংযোগ বহাল রাখার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন দুটি দুর্যোগকালে সচল রাখার জন্য অন্তত সাত দিনের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনসহ উপকূলীয় এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিলেরও নির্দেশ দিয়েছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
- আরও পড়ুন: সৈয়দপুরে অটো চালকসহ নিহত ২
নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি অপারেটর, বিশেষ করে এনটিটিএনগুলোকেও সতর্ক থাকতে বলেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। প্রস্তুতির অংশ হিসেবে বিটিসিএল ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ উপকূলীয় সব জেলায় বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের জন্য প্রয়োজনীয় ডিজেলের মজুত সম্পন্ন হবে।
নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বর হচ্ছে ঢাকা ০২-৮৩৩২২০০ ও ৫৮৩১২৩৪৫, খুলনা ০৪১-৭২৪৯৯৯ এবং চট্টগ্রাম ০৩১-৬২৭০৫৫। এ ছাড়া টেলিটকের ব্যবস্থাপনায় ১০৯০ কল সেন্টার নম্বরটি নিয়ন্ত্রণকক্ষের জন্য সার্বক্ষণিকভাবে কাজ করছে। ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণকক্ষ খোলা থাকবে।