বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি আনতে কিছুটা তাড়াহুড়ো করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
নিজেদের ক্রিপ্টোকারেন্সি আনতে দীর্ঘদিন থেকেই কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে এবার সেই কাজে নতুন মাত্রা যোগ করেছে।
নতুন করে অন্তত এক ডজন আর্থিক প্রতিষ্ঠান এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করা মাচেন্টের সঙ্গে চুক্তি করেছে ফেইসবুক। শুক্রবার এমন তথ্য জানা গেছে।
অনেকটা বিটকয়েনের মতো করেই নিজেদের ক্রিপ্টোকারেন্সি আনছে ফেইসবুক। যা প্রতিষ্ঠানটির ২৩৮ কোটি ব্যবহারকারীকে সহজেই অনলাইনে লেনদেন করাতে সহায়তা করতে পারবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি বলছে, তারা ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে এমন কর্মপরিকল্পনা করেছে এবং তা বাস্তবায়ন করছে।
গত ফেব্রুয়ারিতে ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক জনাথন জিট্রেনকে বলেছিলেন, তারা ফেইসবুকে একটি ‘পটেনশিয়াল ইন্টারেস্টেড’ লগইন ব্যবস্থা প্রবর্তন করতে চান, যেখানে ব্লকচেইন প্রযুক্তি কাজ করবে।
জাকারবার্গের মতে, ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারকারীকে ডেটা ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী করবে যখন তারা তৃতীয় পক্ষের কোনো সেবা ব্যবহার করতে যাবে।