চাঁদপুর চরাঞ্চলে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত

সারাদেশ ডেস্ক

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে চাঁদপুর চরাঞ্চলে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

চাঁদপুরে মেঘনা নদীর পশ্চিমপাড়ের চরাঞ্চলে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। উপড়ে পড়েছে অনেক গাছ। তবে এ ঘটনার কোনো হাতহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর, খাসকান্দি, মান্দের বাজার গ্রামে প্রচণ্ড গতির ঝড়ে ঘরবাড়ি ভেঙে পড়ে ও গাছপালা তছনছ হয়ে যায়।

রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হজরত আলী বেপারী গণমাধ্যমকে জানান, শিলারচরসহ কয়েকটি গ্রামে ঘর ভাঙলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ইউনিয়নের অধিকাংশ বাসিন্দাদের গতকাল শুক্রবার সন্ধ্যার আগে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

universel cardiac hospital

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে হঠাৎ করে প্রচণ্ড গতিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। শনিবার সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি না হলেও বাতাসের গতি কমেনি। মেঘনা নদী উত্তাল রয়েছে।

হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন জানান, ভোর রাতে হাইমচরের ওপর ফণী আঘাত হানে। এতে বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে