‘যারা বিভক্তির রাজনীতি চায় তাদেরকে রুখতে হবে’

ডেস্ক রিপোর্ট

খালিদ মাহমুদ চৌধুরী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

আমাদের সৃষ্টি হয়েছে একটি মুষ্টিবদ্ধ চেতনার মধ্য দিয়ে। সেই মুষ্টি খুলে দিয়ে যারা বিভেদ তৈরি করতে চাচ্ছে এদের চিহিৃত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ শনিবার দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে যুব সম্মেলন-১৯ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

universel cardiac hospital

প্রতিমন্ত্রী বলেন, যারা বিভক্তির রাজনৈতিক ধারা তৈরি করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে। তাহলেই তৈরি হবে আমাদের ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা। স্বামী বিবেকানন্দের দর্শনে এমন শিক্ষার কথা বলা হয়েছে।

তিনি বলেন, স্বামী বিবেকানন্দের যে বাণী রয়েছে তা আমরা যদি মানি তা হলে সারা বিশ্বের মানুষের কল্যাণ বয়ে আনবে। যারা আমাদের সমাজে ধর্মের ভূল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। সব ধর্মই বলে মানবতার উপরে কোনো ধর্ম নেই।

খালিদ মাহমুদ বলেন, নিজেদেরকে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রাখতে ধর্মের কোনো বিকল্প নাই। স্বামী বিবেকানন্দ বলেছেন- মানুষের আত্মবিশ্বাষই মানুষকে এগিয়ে নিয়ে যাবে।


জঙ্গিদের কোনো ধর্ম নেই

তিনি বলেন, জঙ্গিদের কোনো ধর্ম নেই। তারা কখনো ভালো মানুষ হতে পারে না। মানুষ হিসেবে স্বামী বিবেকানন্দকে জানতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রমা কান্ত রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার।

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি নির্মাণাধীন দূর্গা মন্ডপের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে