শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ দীপিকাকে বাঁচানো গেল না

সারাদেশ ডেস্ক

দীপিকা
ছবি-সংগৃহিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ গৃহবধূ দীপিকা আচার্য মনিকা (২৬) গতকাল  শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দীপিকার বড় ভাই অরবিন্দ আচার্য বলেন, গত ৩০ এপ্রিল স্বামী বিপুল আচার্যসহ শ্বশুরবাড়ির কয়েকজন দীপিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় অরবিন্দ বাদী হয়ে তিনজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ স্বামী, ভাসুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার এসআই খলিলুর রহমান বলেন, দীপিকার শরীরের ৯২ ভাগ পুড়ে গেছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দীপিকার বক্তব্য রেকর্ড করা হয়েছে।

বক্তব্যে তাকে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দীপিকা অভিযোগ করেছেন। সেই পথে তদন্ত চলবে বলে জানান তদন্ত কর্মকর্তা খলিলুর রহমান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে