হামলার মহড়া ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট

উত্তর কোরিয়া ‘হামলার মহড়া’ চালিয়েছে এবং এতে নানা ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের নজরদারিতে এ মহড়া চালানো হয়েছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ(রোববার) জানিয়েছে।

বিবৃতিতে মহড়ায় অংশগ্রহণকারী ক্ষেপণাস্ত্রগুলোর বিশদ কোনও বিবরণ দেয়া হয় নি। তবে বলা হয়েছে, অগ্রবর্তী অবস্থান এবং পূর্বাঞ্চলীয় সীমান্তে উত্তর কোরিয়ার যুদ্ধ সক্ষমতা বাড়ানোই ছিল মহড়ার উদ্দেশ্য।

universel cardiac hospital

মহড়ায় দীর্ঘপাল্লার রকেট লাঞ্চার এবং সীমিত কৌশলগত অস্ত্র-শস্ত্র অংশ নেয়ার কথা জানান হয়েছে।কিম জং-উনের নজরদারিতে হামলার মহড়া চালানো হয়েছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বা জেসিএস গতকাল জানিয়েছে যে জাপান সাগরে উত্তর কোরিয়া একাধিক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

এ সব ক্ষেপণাস্ত্র দেশটির ওনসান নগরী থেকে ছোঁড়া হয়েছে। এ সব ক্ষেপণাস্ত্র ৪৩ থেকে ১২৪ মাইল দূরত্ব পাড়ি দিয়েছে বলে জানিয়েছি জেসিএস।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে