শেষ হলো আইপিএলের গ্রুপপর্বের খেলা। ৫৬ ম্যাচ শেষে পাওয়া গেল শীর্ষ ৪ দলকে। এর মধ্যে শীর্ষ ২ দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। তবে হেরে যাওয়া দলেরও থাকবে ফাইনালে যাওয়ার সুযোগ।
এদিকে তৃতীয় ও চতুর্থ দল মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে। এই ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল যাবে ফাইনালে।
গ্রুপ টেবিল (শীর্ষ ৪ দল) :
দল পয়েন্ট রানরেট
মুম্বাই ইন্ডিয়ান্স ১৮ ০.৪২১
চেন্নাই সুপার কিংস ১৮ ০.১৩১
দিল্লি ক্যাপিটালস ১৮ ০.০৪৪
সানরাইজার্স হায়দ্রাবাদ ১২ ০.৫৭৭
প্রথম কোয়ালিফায়ার, ৭ মে
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস
এলিমিনেটর, ৮ মে
দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
দ্বিতীয় কোয়ালিফায়ার, ১০ মে
প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল বনাম এলিমিনেটর জয়ী দল
ফাইনাল
প্রথম কোয়ালিফায়ার বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার বিজয়ী
- আরও পড়ুন >> চাকরিতে যোগ দিলেন নুসরাতের ভাই