চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে আগামী মঙ্গলবার উসমান ডেম্বেলেকে পাচ্ছে না বার্সেলোনা। গেল শনিবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে এ ফরোয়ার্ড পায়ে চোট পেয়ে ছিটকে গেছেন।
হ্যামস্ট্রিংয়ের চোট মুক্ত হয়ে কদিন আগেই দলে ফিরেছিলেন ডেম্বেলে। কিন্তু এ ফরোয়ার্ড আবারো পেলেন দুঃসংবাদ। গেল শনিবার পেয়েছেন পায়ে চোট। তাতে আগামী মঙ্গলবার বার্সার জার্সিতে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। ব্যাপারটি নিশ্চিত করেছে কাতালান ক্লাব কতৃপক্ষ।
- আরও পড়ুন>> আজ বসছে পদ্মা সেতুর ১২তম স্প্যান
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলতে নামবে বার্সেলোনা। এ ম্যাচের জন্য রোববার দল ঘোষণা করে বার্সেলোন কোচ আরনাস্তে ভালভার্দে। কিন্তু সেই দলে ডেম্বেলেকে রাখেননি তিনি।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতে ফাইনালের পথে এগিয়ে রয়েছে বার্সেলোনা। ফিরতি পর্ব নিয়ে তাই খুব একটা চিন্তায় নেই দলটি। তবে ডেম্বেলের চোট দলের জন্য বড় ধাক্কা বলে মানছেন ভালভার্দে, ‘ও আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এটা বড় একটা আঘাত।’