আফগানিস্তানে তালেবানদের হামলায় ২৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে তালেবান হামলা
ফাইল ছবি

ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহপ্রদেশে তালেবানদের হামলায় কমপক্ষে ২৫ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

রমজান উপলক্ষে আফগান সরকার তালেবানদের প্রতি যুদ্ধবিরতির ডাক দিলেও তা উপেক্ষা করে সোমবার ওই ভয়াবহ হামলা চালানো হয়। খবর আনাদোলুর।

প্রাদেশিক সংসদের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ নাইমি জানান, হিরাত ও কান্দাহারপ্রদেশের মধ্যে সংযোগকারী মহাসড়কে সেনা বহরের ওপর রোববার রাতভর হামলা চালান তালেবানরা।

universel cardiac hospital

সোমবার সকাল পর্যন্ত তালেবানদের ওই হামলা চলতে থাকে। তালেবানরা ওই হামলার দায় স্বীকার করেছেন।

তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এক বিবৃতিতে জানান, গুলিস্তান জেলার মহাসড়কের ওই সেনাচৌকি গুঁড়িয়ে দেয়া হয়েছে। বিপুল পরিমাণ গোলাবারুদসহ দুই সেনাকে অপহরণ করা হয়েছে।

এ হামলার একদিন আগে বাঘলানপ্রদেশে পুলিশ হেডকোয়ার্টারে তালেবান হামলায় ১৩ নিরাপত্তাকর্মী নিহত হন। ওই ঘটনায় ৮ হামলাকারীও প্রাণ হারান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে