দেশজুড়ে চলছে মৃদু তাপপ্রবাহ

ডেস্ক রিপোর্ট

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে এবার রোজার প্রথম দিনেই বৃষ্টি হওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা শেষ হয়েছে অল্পতেই! উল্টো সংযমের প্রথম দিনে দেশজুড়ে চলছে মৃদু তাপপ্রবাহ। আগামী চারদিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ফণীর প্রভাব শেষ হয়ে যাওয়ার পর আবার গরম বাড়তে শুরু করেছে। তবে, বাতাস থাকার কারণে দেশের বেশিরভাগ জায়গাতেই গরম সেভাবে অনুভূত হচ্ছে না। এ সপ্তাহে গরমের তেজ আরও বাড়বে।

universel cardiac hospital

আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি গরম অনুভূত হচ্ছে। সোমবার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী অঞ্চলের সর্বত্র এবং খুলনার কিছু কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।

রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় মঙ্গলবার সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। ঢাকার তাপমাত্রাও এর আশেপাশে উঠানামা করছে। কমপক্ষে আরও চারদিন তাপমাত্রা এমন ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশে শুধুমাত্র সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, এ মাসের মাঝামাঝিতে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

তিনি বলেন, তাপপ্রবাহ বাড়তে থাকলে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মাসের মাঝামাঝি সময়ে সারাদেশে বৃষ্টির ব্যাপক সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এদিকে, রোজার প্রথম দিনের গরমে কাহিল হয়ে পড়েছেন বেশিরভাগ নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ষাটোর্ধ্ব কর্মকর্তা আবুল হাসেম বলেন, গরম আছে, আবার বাতাসও হচ্ছে। রোজার প্রথম দিনটি খারাপ যাচ্ছে না। তবে, আমাদের মতো বয়স্ক মানুষ যারা আছেন তাদের হয়তো কিছুটা কষ্ট করতে হচ্ছে। কারণ, বার্ধক্যজনিত নানা কারণে আমাদেরকে এমনিতেও কষ্ট করতে হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে