ফিল্ডিংয়ে বাংলাদেশ, স্কোয়াডে নেই লিটন-রুবেল

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে আজ ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ক্লনটার্ফে টস হেরে ফিল্ডিংয়ে নামছে মাশরাফি বিন মুর্তজার দল। শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১১ ওভারে বিনা উইকেটে ৫৯ রান।

আগেই জানা গেছে, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি মূলত ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই খেলবে বাংলাদেশ দল। তাইতো তিন জাতির এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের একাদশে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দেরকেই।

বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে বাড়তি ৪ জনকে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে নিয়েছে টাইগাররা। তবে তাদের কেউই সুযোগ পাননি প্রথম ম্যাচের একাদশে।

এমনকি বিশ্বকাপের স্কোয়াডে থাকা লিটন কুমার দাস, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী এবং মোসাদ্দেক হোসেন সৈকতও নেই প্রথম ম্যাচের একাদশে।

তামিম ইকবালের সঙ্গে ইনিংসের সূচনা করবেন সৌম্য সরকার। মাশরাফি বিন মর্তুজার সঙ্গে নতুন বল নেবেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে টাইগারদের বিপক্ষে এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার জন ক্যাম্পবেল। তার পিঠের ব্যথায় প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডাওরিচ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেন ডাওরিচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, জনাথন কার্টার, সুনিল অ্যামব্রিস, অ্যাশলে নার্স, জেসন হোল্ডার, কেমার রোচ, শেল্ডন কটরেল এবং শ্যানন গ্যাব্রিয়েল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে