বকেয়া বেতনের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী মোড় সড়ক অবরোধ করেছেন কয়েক’শ পাটকল শ্রমিক। মঙ্গলবার (০৭ মে) সকাল থেকে তাদের দাবিতে অবরোধ করে রাখেন।
শ্রমিকেরা বলছেন, আট সপ্তাহ ধরে তাদের বেতন দেয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে যাত্রাবাড়ী মোড় অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকায় প্রবেশ করতে পারছে না।
সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টা থেকে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের কয়েক’শ শ্রমিক লাঠি হাতে নিয়ে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়েছেন।
- আরও পড়ুন>> গঙ্গাচড়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
শ্রমিকরা জানান, ২০১৫ সালে ঘোষিত সরকারি মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে। বদলি শ্রমিকদের চাকরি স্থায়ী করতে হবে। করিম জুট মিলের শ্রমিক গাজিউল ইসলাম বলেন, বেতন দেওয়া হচ্ছে না। আমরা শ্রমিকেরা সংসার চালাতে পারছি না।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ডেমরা রোডে অবস্থান নিয়েছেন পুলিশ।