ইয়াংগুনে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান

আন্তর্জাতিক ডেস্ক

ছিটকে পড়ল বাংলাদেশের বিমান
ছবি : ইন্টারনেট

মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট।

আজ বুধবার সন্ধ্যার এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি-না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে মিয়ানমার টাইমস।

universel cardiac hospital

ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ের পাশে ঘাসের মধ্যে পড়ে থাকা বিমান বাংলাদেশের একটি দুর্ঘটনাকবলিত ফ্লাইটের ছবিও প্রকাশ করেছে মিয়ানমার টাইমস।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ৩৩জন যাত্রী নিয়ে বিজি ০৬০ ফ্লাইটটি ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে।

শাকিল মেরজা জানান, বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এর বেশি জানা যায়নি।

আহত ৪

এদিকে এই দুর্ঘটনায় পাইলটসহ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে