নেত্রকোনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা থেকে শেখ শামীম

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠী পরিবারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা জেলার কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠী পরিবারের উপর বর্বরোচিত হামলা ও বসতভিটা থেকে উচ্ছেদে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে লেঙ্গুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন( বাগাছাস), গারো সংগঠন(গাসু) ও আদিবাসী ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর কলমাকান্দা উপজেলা শাখার ব্যানারে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ মিলে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

universel cardiac hospital

মানববন্ধনে ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠী পরিবার উপর হামলা ও বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানিয়ে বাগাছাস কলমাকান্দা উপজেলা কমিটির সভাপতি তামস মানখিন, গাসু কলমাকান্দা উপজেলা কমিটির সভাপতি রির্চাড রেংচেং, আদিবাসী ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর সারথি ঘাগ্রা, শলোমন রিছিল ও মালেকা ঘাগ্রা প্রমুখ।

উল্লেখ্য, গত ২ মে বৃহস্পতিবার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আব্দুল মজিদ তার স্ত্রী সালমা খাতুন ও ছেলে মোকছেদুল হাসান মিলে প্রতিবেশী ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর মিনা রাংসা, কিশোর ঘাগ্রা ও হালিমা ঘাগ্রা’র উপর বর্বরোচিত হামলা চালায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেই নিয়ে গত ৩ মে শুক্রবার মিনা রাংসা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে