আশুগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ৭০ লাখ টাকার মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আশুগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা
আশুগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সামার ৩টি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৩টি পুকুরের প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন পুকুরের মালিক।

পুকুর পরিচালনাকারী সাচ্চু মিয়া বলেন, ‘সকালে পুকুরের মাছ ভেসে উঠতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। খবর শুনে পুকুরের পাড়ে গিয়ে দেখি পুকুরের সকল মাছ মরে ভেসে উঠেছে।’

universel cardiac hospital

তিনটি পুকুরের মধ্যে ২টিতে মাছে পোনা ও ১টিতে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়েছিল।

তালশহরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সামা বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে আমার পরিবারের ওপর নানাভাবে হত্যার চেষ্টা চলছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে এক মাস আগে আমার গাড়িতে গুলি করে পরিষদের গ্রাম পুলিশকে হত্যা করে। পরিকল্পনার অংশ হিসেবে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল পুকুরে বিষ ঢেলে সকল মাছ নিধন করেছে। এখন আমিসহ আমার পরিবারের মধ্যে আতংক বিরাজ করছে।’

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, বিষ প্রয়োগে মাছ নিধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে