ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, যাত্রী দুর্ভোগ চরমে

ডেস্ক রিপোর্ট

টানা তৃতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার এ যানজটে যানবাহনের দীর্ঘ লাইন মুন্সিগঞ্জের মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত ছাড়িয়ে গেছে।

ঢাকা থেকে কুমিল্লা যেতে যেখানে ২ ঘণ্টা লাগতো এখন সেখানে সময় লাগছে ৮ থেকে ১০ ঘণ্টা। তীব্র এ যানজটে চরম দুর্ভোগে আছেন যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট সীমাহীন।

রমজানের শুরুতে তীব্র এ যানজট শুরু হয় মঙ্গলবার থেকে। এতে চরম ভোগান্তিতে পড়েন রোজাদাররা। তীব্র গরমে নাকাল যাত্রীদের বসে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

মহাসড়কের এ যানজটের কারণে সবচেয়ে বেশি বিপাকে আছেন রোগী ও বিদেশগামী মানুষ। সেই সাথে বিপাকে নারী ও শিশুরা। অনেক চালককে তীব্র গরমে ইতোমধ্যে রাস্তায় গাড়ি বন্ধ করে ঘুমিয়ে পড়তে দেখা গেছে।

মহাসড়ক পুলিশ বলছে, মাত্রাতিরিক্ত যানবাহনের চাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আর সাধারণ যাত্রীরা মনে করেন, টোল প্লাজায় টোল আদায়ে ধীর গতি এবং টোল দেয়ার পর একমুখি সড়কে অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে