ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক ছাত্র নারিকেল গাছ থেকে পড়ে মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম বরুণ বিশ্বাস। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷
বরুণের মৃত্যুর খবরটি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী মত ও পথকে বলেন, ‘খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটল। বরুণ খুব মেধাবী ছাত্র ছিল। দিনে একবার ডাব পাড়তে গিয়েছিল, পরে রাতে আবার সেখানে যায়। রাতে গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
- আরও পড়ুন>> ঋণগ্রহীতা শনাক্ত করতে আসছে ‘বিন’
নিহত বরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জগন্নাথ হল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হলের একটি গাছের ডাব পাড়তে গাছটিতে উঠেছিলেন বরুণ। সেখান থেকে পড়ে গুরুতর জখম হন তিনি।
পরে হলের শিক্ষার্থীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান। কিছুক্ষণ পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বরুণের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।