২০২৪ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর ঘোষণা দিলেন বেজস

ডেস্ক রিপোর্ট

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজস মহাকাশযান ব্লু অরিজিনে করে ২০২৪ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর ঘোষণা দিয়েছেন।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস ওয়াশিংটনের ডিসি কনভেনশনে বলেন, এখন আবার চাঁদে যাওয়ার সময় হয়েছে। এবার থাকার জন্য চাঁদে যাবো আমরা।

না, তিনি ব্যাগ গুছিয়ে চিরতরে চাঁদে চলে যাচ্ছেন না। এর বদলে তিনি মহাকাশে স্থাপনা তৈরি করতে চান যাতে লাখ লাখ মানুষ ভ্রমণের সুযোগ পাবে। মহাকাশ যান ব্লু মুন তৈরি করা হচ্ছে গত ৩ বছর ধরে। আগামী ৫ বছর পর থেকে মহাকাশ ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিরা এতে ওঠার সুযোগ পাবেন।

বেজসের পরিকল্পনা অনেক দীর্ঘমেয়াদি। আগামী প্রজন্মের কথা ভেবেই মহাকাশযানটি প্রস্তুত করা হচ্ছে। শুধু এক প্রজন্ম এই মহাকাশযান ব্যবহার করবে তারপর এই প্রকল্প শেষ হয়ে যাবে বিষয়টি মোটেও তা নয়। আগামী কয়েক প্রজন্ম এর সুবিধা নিতে পারবে।

মহাকাশযানে করে চাঁদে ভ্রমণের খরচ কতো হবে তা এখনো জানানো হয়নি। তবে চাঁদে ভ্রমণের বা থাকার খরচ যে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকবে তা বলা বাহুল্য।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে