রামগতিতে নদীর স্রোতে ভেসে এলো হরিণ

সারাদেশ ডেস্ক

রামগতিতে নদীর স্রোতে ভেসে এলো হরিণ
নদীর স্রোতে ভেসে আসা হরিণ

লক্ষ্মীপুর জেলার রামগতিতে মেঘনা নদীতে ভেসে আসা অসুস্থ একটি বন্য হরিণ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার আলেকজান্ডার এলাকার নদীতে থেকে হরিণটিকে উদ্ধার করে পুলিশ।

universel cardiac hospital

থানা পুলিশ জানায়, নদীতে হরিণটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। অসুস্থ অবস্থায় নদী থেকে প্রাপ্তবয়স্ক হরিণটিকে উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের চিকিৎসককে ডেকে হরিণটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ থেকে হরিণটি নদীর স্রোতে ভেসে এসেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, খবর পেয়ে ভেসে আসা হরিণটি উদ্ধার করা হয়। চিকিৎসা শেষে প্রাণীটিকে উপজেলা বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে