শরীয়তপুরে ডাকাতি করা গরু বিক্রির সময় ৩ জনকে গণধোলাই

সারাদেশ ডেস্ক

আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ
আহত ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ । ছবি-সংগৃহিত

শরীয়তপুরের পদ্মা নদীতে গরুর ট্রলার থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া গরু বিক্রির সময় তিনজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

আজ শনিবার ভোরে নড়িয়া উপজেলার চরআত্রা এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- নড়িয়া উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ডাসারগাঁও এলাকার মৃত রহমতুল্লাহ বেপারীর ছেলে এবাদুল বেপারী (৩২), বিশুরগাও এলাকার মৃত মঙ্গল বেপরীর ছেলে সেলিম বেপারী (৫০) ও নওপাড়া তাতিকান্দি এলাকার সাহেব আলী বেপারীর ছেলে নূরে আলম বেপারী (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান বলেন, শুক্রবার রাত ১২টার দিকে চাঁদপুর থেকে ব্যবসায়ীরা ট্রলারে করে গরু নিয়ে শরীয়তপুরে আসছিলেন। মাঝ পদ্মায় একদল ডাকাত গরুর ট্রলার থামিয়ে ৭টি গরুসহ ট্রলার ডাকাতি করে নড়িয়া উপজেলার বিচ্ছিন্ন এলাকা চরআত্রায় নিয়ে যায়।

পরে রাতেই এক ব্যবসায়ীর কাছে ডাকাতি করা গরুগুলো বিক্রির সময় এলাকার লোকজন ধাওয়া দিয়ে তিন ডাকাতকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে তিন ডাকাতকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে এনে ভর্তি করে। এ বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে