স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩৭৩ রান সংগ্রহ করেছে। এ ম্যাচে জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩৭৪ রান।
সাউদাম্পটনের দ্য রোজ বলে অনুষ্ঠিত ম্যাচটিতে ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার বিধ্বংসী ইনিংস খেলেছেন। ৫০ বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূরণ করে ইনিংস শেষে ৫৫ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন তিনি।
এই ইনিংস খেলার পথে তিনি ৬টি চার মেরেছে ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন। ওয়ানডেতে বাটলারের এটি অষ্টম সেঞ্চুরি।
এছাড়া অধিনায়ক ইয়ন মরগ্যান ৪৮ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। ৮৭ রান করে আউট হন ওপেনার জ্যাসন রয়।
৫১ রান করেন অপর ওপেনার জনি বেয়ারস্টো। ওয়ানডাউনে নেমে ৪০ রান করে আউট হন ওপেনার জো রুট।
- ওয়েস্ট ইন্ডিজকে ৩২৮ রানের লক্ষ্য দিল আইরিশরা
- বৌদ্ধপূর্ণিমায় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা!
পাকিস্তানের বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ১টি, হাসান আলী ১টি ও ইয়াসির শাহ ১টি করে উইকেট শিকার করেছেন।
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তার আগে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হেরেছিল পাকিস্তান।