আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ৪ থেকে ৬ জুন (দু’দিন) বন্ধ থাকবে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। এছাড়া সাময়িকভাবে ট্রেন দুইটির সময়সূচির কিছুটা রদবদল আনা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সিওপিএস এবং সিসিএমকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (মার্কেটিং) কালিকান্ত ঘোষ।
- আরও পড়ুন>> মা দিবসে গুগলের ডুডল
রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত উভয় দেশের রেলওয়ের সম্মতিক্রমে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৪ জুন কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেস ৩১০৯ নম্বর ট্রেন এবং ৫ জুন ঢাকা-কলকাতা রুটে ৩১১০ ট্রেনটি বন্ধ থাকবে।
এতে আরো বলা হয়, ৬ জুন খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ৩১২৯-৩১৩০ ট্রেনটিও বন্ধ থাকবে। ট্রেনের সাধারণ সেবা ঈদের পর আবার চালু হবে।