টস হেরে বোলিংয়ে মাশরাফিরা

ক্রীড়া ডেস্ক

ফাইল ছবি

ডাবলিনের মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডটি দ্য ভিলেজ নামেও সমান পরিচিত। আয়ারল্যান্ডের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এটি। তবে দর্শক ধরে মাত্র সাড়ে এগারো হাজার। দেশটির ঐতিহাসিক টেস্টের সাক্ষী এই মাঠ। সোমবার এই মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল লক্ষ্য ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে বোলিং পেয়েছেন মাশরাফিরা।

বাংলাদেশ দল এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে। ইনজুরির কারণে পেস অলরাউন্ডার সাইফউদ্দিন নেই এ ম্যাচে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে আবু জায়েদ রাহীকে। আগেই টেস্ট-টি-২০ অভিষেক হওয়া আবু জায়েদের এটি প্রথম ওয়ানডে ম্যাচ।

ক্রিকেট স্টেডিয়াম হিসেবে মালাহাইডের যাত্রা ২০১৩ সালে। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে হারে আয়ারল্যান্ড। ঘরের ছেলে হয়ে পর বনে যাওয়া ইয়ন মরগান স্টেডিয়ামের অভিষেকে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন। ক্রিকেটে নতুন হলেও দ্য ভিলেজ গ্রাউন্ডের আলাদা ঐতিহ্য আছে। ১৮৬১ সালে এই স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়। পুরনো এই মাঠে সোমবার নতুন করে আবার ওয়েস্ট ইন্ডিজকে হারানোর লক্ষ্য মাশরাফিদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আর্সলি নার্স, কেমার রোচ, শেলডম কটরেল, রেমন রেইফার। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে