নতুন আইফোনে থাকবে তিনটি ক্যামেরা ও রিভার্স চার্জিং

ডেস্ক রিপোর্ট

অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের আইফোন আনার জন্য কাজ করছে। ফোনটির মডেল নাম হবে ‘আইফোন ১১’।

ইতোমধ্যে আইফোন ১১ নিয়ে বিভিন্ন ধরনের খবর ফাঁস হয়েছে। নতুন ওই আইফোনে যে ক্যামেরায় পরিবর্তন আসছে সে খবরও এসেছে।

universel cardiac hospital

প্রযুক্তির সংবাদ সাইট ব্লুমবার্গ জানিয়েছে, আইফোন ১১-র জন্য ইতোমধ্যে মূল যন্ত্রাংশ তৈরির কাজ শুরু হয়েছে। শুরু হয়েছে উৎপাদন।

তাইওয়ানের সেমিকন্ডাক্টার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিভাইসটির জন্য এ১৩ প্রসেসর পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। ব্লুমবার্গ জানাচ্ছে, চলতি মাসেই আইফোন ১১ উৎপাদনের কাজ শুরু হচ্ছে।

নতুন ফোনটির পিছনে থাকবে তিনটি ক্যামেরা। যার ছবি কিছুদিন আগেই ফাঁস হয়েছে। নতুন খবরে বলা হচ্ছে, ডিভাইসটিতে থাকবে রিভার্স চার্জিং সুবিধা।

তবে আইফোন ১১-তে ফাইভজি থাকবে কি থাকবে না সে সম্পর্কে কিছু বলেনি অ্যাপল। কিন্তু ওই প্রতিবেদনে বলা হচ্ছে, কেউ নাকি ফাইভজি প্রত্যাশা করছে না।

সাধারণত অ্যাপল তাদের আইফোন উন্মোচন করে সেপ্টেম্বর মাসে ইভেন্ট করে। সামনের সেপ্টেম্বরে হয়তো আমরা আইফোন ১১ দেখতে পাবো।

তার আগে জুনে শুরু হতে যাওয়া ডাব্লিউডাব্লিউডিসি সম্মেলনে অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৩ উন্মোচন করবে বলেও জানা যাচ্ছে। এর পাশাপাশি ম্যাকওএসের নতুন সংস্করণ এবং অ্যাপল ওয়াচের জন্য আলাদা অ্যাপ স্টোরের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সেই ইভেন্টেই আসতে পারে নতুন আইপ্যাড ও ম্যাকবুক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে