ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব নিলেন জেলার অতিরিক্ত এসপি কাজী মনিরুজ্জামান। নিয়মানুযায়ী গতকাল রোববার রাতে তিনি দায়িত্বগ্রহণ করেন।
এর আগে রোববার নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করে নেয়া হয়।
পুলিশ সদর দফতর সূত্র নতুন এসপির দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত
করেছে।
পুলিশ সদর দফতরের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি কাজী মনিরুজ্জামান একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।
সম্প্রতি তিনি পদোন্নতি পান। তবে তিনি স্থায়ীভাবে এসপি হবেন কি-না, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।’
- আরও পড়ুন >> সাইফের চোট, অভিষেক হতে পারে আবু জায়েদের
ওই কর্মকর্তা আরও বলেন, ‘নিয়মানুযায়ী একজন এসপি চলে গেলে তার জায়গায় অতিরিক্ত এসপি ভারপ্রাপ্ত এসপির দায়িত্ব পালন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ফেনীতে যখন একজন এসপি নিয়োগ পাবেন মনিরুজ্জামান তাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন।’
কাজী মনিরুজ্জামান এর আগে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিভেনশন কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন।