বাবার অসুস্থতা নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর

বিনোদন ডেস্ক

ঋষি কাপুর ও রণবীর কাপুর
ঋষি কাপুর ও রণবীর কাপুর

প্রথমবারের মতো বাবা ঋষি কাপুরের ক্যানসার নিয়ে কথা বলেছেন ছেলে রণবীর কাপুর। ঋষি কাপুর ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে নিউইয়র্কে চিকিৎসাধীন। কিন্তু কী চিকিৎসা হচ্ছে, তা নিয়ে এত দিন টুঁ শব্দটি করেনি তাঁর পরিবারের কোনো সদস্য।

কিন্তু সত্যকে অস্বীকার করলেই তো আর তা মিথ্যা হয়ে যায় না। তাই এখন একে একে পরিবারের সবাই ঋষি কাপুরের ক্যানসার নিয়ে কথা বলতে শুরু করেছেন।

ঋষি কাপুরে ছেলে, বলিউডের এ সময়ের ব্যস্ততম তারকা রণবীর কাপুর জানান, সুস্থ আছেন ঋষি কাপুর। সেই সঙ্গে জানালেন একটি সুখবর। দীর্ঘ ১০ মাসের চিকিৎসা শেষে শিগগিরই মুম্বাইয়ে নিজের ঘরে ফিরে আসবেন ঋষি কাপুর।

universel cardiac hospital

এ সময় রণবীর কাপুর বলেন, ‘বাবা প্রতিদিন উন্নতি করছেন। আমরা আশা করি, তিনি দুই বা এক মাসের মধ্যেই ফিরে আসবেন। তিনি হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। নিজের ব্যাপারে খুবই আশাবাদী। বছরটা তাঁর জন্য খুব কঠিন যাচ্ছে। তবে তিনি দুঃসময় কাটিয়ে উঠছেন।’

রণবীর কাপুর জানান, এখন ঋষি কাপুরের একটাই লক্ষ্য, আবার চলচ্চিত্রে অভিনয় করবেন।

চলচ্চিত্র নির্মাতা রাহুল রাওয়াল এ মাসের গোড়ার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ঋষি কাপুর ক্যানসারমুক্ত। তখন প্রথম জানা যায়, ইরফান খান ও সোনালি বেন্দ্রের পর ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ৬৬ বছর বয়সী ঋষি কাপুর। এরপর তাঁর বড় ভাই রণধীর কাপুর জানান, ভালো আছেন ঋষি কাপুর। বেশ উন্নতি করেছেন এবং চিকিৎসা শেষ করে দ্রুত দেশে ফিরে আসবেন।

গত জানুয়ারি মাসে বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের বরেণ্য তারকা ঋষি কাপুর নিজের অসুস্থতা নিয়ে বলেন, ‘পুরো ব্যাপারটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আর তা খুবই ক্লান্তিকর। এর জন্য প্রয়োজন অসীম ধৈর্য। সত্যি বলতে, আমার খুব কষ্ট হচ্ছে।’ তবে অসুখটা কী, তা নিয়ে তখন কিছুই বলেননি তিনি।

রাজ কাপুরের বিখ্যাত আরকে স্টুডিও সম্প্রতি গোডরেজ প্রপার্টিজ নামের একটি আবাসন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয় কাপুর পরিবার। রাজ কাপুরের স্মৃতিবিজড়িত স্থানটিতে তাঁর নামে জাদুঘর নির্মাণের কথা ছিল। কিন্তু তা না করে সেখানে এখন বিলাসবহুল বহুতল আবাসন হবে।

এ ব্যাপারে রণবীর কাপুর বলেন, ‘আমার দাদা রাজ কাপুরের জন্যই আরকে স্টুডিও হয়ে উঠতে পেরেছিল। স্টুডিওটি যেখানে ছিল, সেখানে আর থাকবে না; তাই অনেকেরই মন খারাপ হচ্ছে। আরকে স্টুডিও শুধু সম্পত্তি নয়, বরং এটা শক্তি আর অনুপ্রেরণা। আমি এই ধারাবাহিকতা চলচ্চিত্র প্রযোজনা আর চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।’ ‘প্যানাসনিক ক্রিকেট দিন সে’ আয়োজিত এক ইভেন্টে রণবীর কাপুর এই কথাগুলো বলেন।

রণবীর কাপুরের আগে চাচাতো বোন কারিনা কাপুর বলেন, ‘আমি আর কারিশমা রাজ কাপুরের সম্পত্তি। রণবীর কাপুর সেই যাত্রায় নতুন সংযোজন। আমরা আমাদের কাজ দিয়ে রাজ কাপুরের ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাব। এরপর আমাদের সন্তানেরা তা এগিয়ে নিয়ে যাবে।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে