আফ্রিদিকে ছাড়িয়ে সাকিব

ক্রীড়া ডেস্ক

আফ্রিদিকে ছাড়িয়ে সাকিব
সাকিব আল হাসান ও শহীদ আফ্রিদি। ফাইল ছবি

সাকিব আল হাসান এবার কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে উইকেট শিকারের দিক থেকে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদিকে ছাড়িয়ে যান সাকিব।

আজ সোমবার আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ক্যারিবীয় ব্যাটসম্যান ফ্যাবিয়ান অ্যালানের উইকেট শিকার করেন সাবিক।

এই উইকেট শিকারের মধ্য দিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৫৪২তে পৌঁছে যান সাকিব। ৩২৪ ম্যাচে এই উইকেট শিকার করেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শহীদ আফ্রিদি ৫২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এতদিন ৫৪১ উইকেট নিয়ে সাকিবের মতো সমান পজিশনেই ছিলেন। সোমবার আরও একটি উইকেট শিকারের মধ্য দিয়ে আফ্রিদিকে ছাড়িয়ে যান সাকিব।

অবশ্য রান সংগ্রহের দিক থেকে সাকিবের একধাপ ওপরেই আছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ক্রিকেট থেকে অবসরের আগে ১১ হাজার ১৯৬ রান করেন।

অন্যদিকে সাকিব এ পর্যন্ত ১০ হাজার ৯৪৫ রান সংগ্রহ করেন করেছেন।

তবে সেঞ্চুরি হাঁকানোর দিক থেকে আফ্রিদির চেয়ে এগিয়ে সাকিব। বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান আন্তর্জাতিকে ১২টি সেঞ্চুরি হাঁকান। অন্যদিকে আফ্রিদি হাঁকান ১১টি সেঞ্চুরি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে