জমিতে আগুন দেওয়া কৃষক আব্দুল মালেকের ধান কিনবে স্বপ্ন

সারাদেশ ডেস্ক

ধানের দাম কম হওয়ায় জমিতে আগুন দিয়ে কৃষকের প্রতিবাদ
ধানের দাম কম হওয়ায় জমিতে আগুন দিয়ে কৃষকের প্রতিবাদ। ফাইল ছবি

টাঙ্গাইলে ধানের দাম কম ও দিনমজুর না পাওয়ায় ধানক্ষেতে আগুন লাগিয়ে প্রতিবাদকারী কৃষক আব্দুল মালেক সিকদারের ধান কিনে নেবে সুপারশপ স্বপ্ন।

সুপারশপ স্বপ্নের হেড অব মার্কেটিং তানিম করিম বলেন, কৃষকের প্রতিবাদের খবরটি গণমাধ্যমের কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা স্বপ্ন এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের দৃষ্টি আকর্ষণ করে।

তিনি বলেন, সাব্বির নাসিরের তাৎক্ষণিক নির্দেশে সেই কৃষকের সাথে স্বপ্ন- এর বিজনেস হেড খালিদ হাসান মুঠোফোনে যোগাযোগ করেন।

তিনি আরও বলেন, আব্দুল মালেক সিকদারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা তার ১২৮ শতাংশ জমির ধান কিনে নেব। ধানের সরকার নির্ধারিত মূল্য মণ প্রতি ৫০০ টাকা হলেও আমরা ওই জমির ধান ৬৪০ টাকা থেকে ৬৬০ মণ হিসেবে কিনবো।

তানিম করিম আরও বলেন, আব্দুল মালেক সিকদারের সঙ্গে কথা বলার পরে স্বপ্ন- এর চালের সোর্সিং টিম এখন টাঙ্গাইলের পথে আছে। তারা তার সঙ্গে দেখা করে ধান কিনে নেবে।

উল্লেখ্য, নিজের সন্তানের জন্য সুপারশপ স্বপ্ন থেকে খাবার দুধ নিয়ে পালানো এক বাবাকে ইতোমধ্যে সোর্সিং এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ দিয়েছে স্বপ্ন। রোববার (১২ মে) সুপারশপটির পরিচালক সাব্বির নাসির স্বপ্ন’র প্রধান কার্যালয়ে তার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে