জনগণ গণতন্ত্রের অপব্যাখ্যা সর্ম্পকে সবই জানে : ড. কামাল

ডেস্ক রিপোর্ট

ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন। ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মানুষ চাচ্ছে কার্যকর নেতৃত্ব। গণতন্ত্রের নামে কী হচ্ছে তারা বুঝেছে। জনগণ গণতন্ত্রের অপব্যাখ্যা সর্ম্পকে সবই জানে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসুন স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে জনগণকে দেশের মালিক হিসাবে প্রতিষ্ঠা করি। জনগণ ক্ষমতার মালিক এটা মুখের কথা না। সংবিধানেই লেখা আছে।

universel cardiac hospital

আজ মঙ্গলবার আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, মোকাব্বির খান এমপি, মেজর জেনারেল অব. আসমা আমিন, অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, এম. শফিউর রহমান খান বাচ্চু, ফরিদা ইয়াছমীন।

ড. কামাল বলেন, জনগণকে কাগুজে মালিক হলে চলবে না। তাদের বাস্তবে মালিক হতে হবে এবং মালিকের ভূমিকায় নামতে হবে। জনগণকে দেশের মালিক করার জন্য কাজ করছে গণফোরাম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে