প্র্যাকটিস ম্যাচ খেললেও চোটের কারণে চলতি ত্রিদেশীয় সিরিজে প্রথম তিন ম্যাচে ছিলেন না। আয়ারল্যান্ডের বিপক্ষে ‘ডেড রাবারে’ একাদশে ফিরলেন রুবেল হোসেন। নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন ডানহাতি এই পেসার।
আয়ারল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভার চলছে তখন। ওভারের পঞ্চম বলে দারুণ এক ডেলিভারি রুবেলের। ব্যাট ধরে দিয়েছিলেন জেমস ম্যাককলম। আউটসাইড এজ হয়ে বল চলে যায় প্রথম স্লিপে লিটন দাসের হাতে। ১৮ বলে ৫ রান করেন আইরিশ ওপেনার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান । পল স্টার্লিং ৩২ আর অ্যান্ডি বালবির্নি ১৪ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং আবু জায়েদ রাহী।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, জেমস ম্যাককলম, অ্যান্ডি বলবার্নি, উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ওব্রায়েন, মার্ক এডায়ার, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র্যানকিন, ব্যারি ম্যাকার্থি এবং জশুয়া লিটল।