কানাডায় বাংলাদেশি বুশরার হান্টলে শলার অ্যাওয়ার্ড লাভ

প্রবাস ডেস্ক

বুশরার হান্টলে শলার অ্যাওয়ার্ড লাভ
বুশরার হান্টলে শলার অ্যাওয়ার্ড লাভ

কানাডার কার্লটন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রী ফাবিহা বুশরা মর্যাদাপূর্ণ ‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।

ফাবিহা কার্লটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে পড়াশোনা করছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনীতি বিষয়ে সবচেয়ে ভালো গবেষণাপত্রের জন্য তিনি ২০১৯ সালের জন্য এই অ্যাওয়ার্ড লাভ করেন।

universel cardiac hospital

এতে বলা হয়, অর্থনীতি বিভাগের প্রধানের সুপারিশক্রমে গ্র্যাজুয়েট এবং পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রতি বছর মেধাবী গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের মাঝে এ অ্যাওয়ার্ড প্রদান করে।

চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনাতি গ্রাম থেকে আসা ফাবিহা কার্লটন ইউনিভার্সিটিতে এ বছর অর্থনীতিতে এমএ ডিগ্রি সম্পন্ন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাবিহা ২০১৯ সাল থেকে শুরু হওয়া অর্থনীতিতে পিএইচডি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে