প্রকৃতির খেয়াল বোঝা দায়। বিকেলে আকাশে মেঘবৃষ্টির ছিঁটেফোটার লক্ষণও ছিল না। গুমোট গরমে দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু সন্ধ্যার পরে নামা ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টিতে প্রাণটা জুড়িয়ে গেল।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম রাত আটটায় মত ও পথকে জানান, ইফতারের পর রাজধানীতে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়।
- আইন সংশোধনের উদ্যোগ : খেলাপির সম্পদ জব্দের ক্ষমতা পাচ্ছে ব্যাংক
- দুই জেলায় বজ্রপাত ও ঝড়-বৃষ্টিতে নিহত ৪
- ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
ইফতারের পর বৃষ্টি নামায় নগরবাসী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল।