আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ‘বিশ্বকাপ ক্রিকেট ২০১৯’। ইতোমধ্যে এ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক এ আসর নিয়ে চলছে নানা প্রস্তুতি।
এদিকে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী প্রতীক হাসান। ‘বাংলার দামাল ওরা’ শিরোনামের গানটি লিখেছেন এ আর রাজ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির একটি ভিডিও নির্মাণ করা হয়েছে।
রাজের পরিচালনায় ভিডিওটিতে মডেল হয়েছেন সোহাগ, আনোয়ার, অপূর্ব শেখ, ফরিদ আহমেদ প্রমুখ।
নগরীর বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ হয়েছে। সম্প্রতি মিডিয়া ভয়েসের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।
এর আগে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১৯৯৯ সালে ‘গুডলাক বাংলাদেশ’ শিরোনামের একটি গান গেয়েছিলেন শুভ্র দেব। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শাকিলা জাফর, সৈয়দ আব্দুল হাদী এবং সুবীর নন্দী। গানের কথা লিখেছিলেন আসাদুজ্জামান নূর।
এরপর ক্রিকেট নিয়ে আসিফের গাওয়া ‘সাবাশ বাংলাদেশ’ শিরোনামের গানটিও তুমুল জনপ্রিয়তা লাভ করে। এছাড়া পরবর্তী সময়ে হাবিব, মাইলসসহ অনেকে ক্রিকেট নিয়ে কণ্ঠে গান তুলেছেন।