সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাদ্রাসাশিক্ষার্থী মাহিন আলম (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে একই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিন। শুক্রবার রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে সে মারা যায়।
শুক্রবার বেলা আড়াইটার দিকে মাহিন আলেমের জমজ ভাই সাকিন আলম ও প্রতিবেশী মাজাহারুল ইসলাম হৃদয় (২৪) নিহত হয়। নিহতদের মরদেহ শনিবার সকালে নগরীর দৌলতপুরের বাসায় আনা হয়েছে।
মাহিনের বাবা খুলনা রেলওয়ে পুলিশে কর্মরত এএসআই খুরশিদ আলম জানান, গুরুতর আহত মাহিনকে খুলনা মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে সে রাতে মারা যায়।
- আরও পড়ুন>> রবিবার থেকে অফিস যাবেন ওবায়দুল কাদের
পুলিশ জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর আড়ংঘাটা তেলিগাতী বাইপাসের বড়ইতলা এলাকায় প্রাইভেটকার এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
জানা যায়, ফুলবাড়িগেট তাহফিজুল সুন্নাহ হিফয্ মাদ্রাসার (হেফয্ বিশেষ) শাখার ৪র্থ শ্রেণির ছাত্র ছিল মাহিন আলম ও সাকিন আলম। জমজ দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবা।