নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে ২ শিশু আহত হয়েছে এবং ২ ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি আজ শনিবার সকালে ঘটে।
জানা যায়, একই পরিবারের আহত দুই শিশু হলো তামিম (২) ও রোজামনি (১)।
খারনৈ ইউপির চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান, শনিবার সকালে ইউনিয়নের উত্তর বটতলা গ্রামের মো. রাশেদুল ইসলামের বসতঘরে বজ্র পড়ে। এ সময় তার পরিবারের লোকজন ঘুমন্ত অবস্থায় ছিল। বজ্রপাতের সময় টের পেয়ে দেখতে পান তার ঘরের চালে আগুন জ্বলছে। তিনি ও তার স্ত্রী তাৎক্ষণিক বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ঘরটি আংশিক পুড়ে গেছে। এ সময় তাদের শিশু সন্তান ছেলে তামিম ও মেয়ে রোজামনি আহত হয়।
- লোকসভা নির্বাচন : মোদিকে ঠেকাতে একাট্টা বিরোধীরা
- রূপপুর প্রকল্পের পরিচালকের বেতন প্রধানমন্ত্রীর সম্মানির ছয়গুণ!
তিনি জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যে বজ্রপাতের মধ্যে বসতঘরটি আংশিক পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাপত্র পুড়ে যায়। পাশে থাকা দুটি ছাগলের মৃত্যু হয় এবং দুটি গরুর শরীর আংশিক পুড়ে গেছে।
এ ঘটনায় রাশেদের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান ।