পাবনায় শিক্ষককে মারধরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

শিক্ষককে মারধরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
শামসুদ্দিন জুন্নুন। ফাইল ছবি

পুলিশ পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের প্রভাষক মাসুদুর রহমানকে মারধরের ঘটনায় কলেজ ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে গ্রেফতার করেছে।

আজ শনিবার সকালে পাবনা শহরের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

universel cardiac hospital

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, প্রভাষক মাসুদুর রহমানকে মারধরের মামলায় শামসুদ্দিন জুন্নুন এজাহার নামীয় আসামি না হলেও ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু জানান, ছাত্রলীগ নেতা জুন্নুন প্রভাষক মাসুদুর রহমানকে লাঞ্ছিতের মামলার আসামি না হলেও শিক্ষক সমাজ জুন্নুনকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে তাকে গ্রেফতারে দাবি জানিয়েছেন। শিক্ষকদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে আইনের হাতে সোপর্দ করেছে।

উল্লেখ্য, পরীক্ষায় নকলে বলম্বনে বাধা দেয়ায় সরকারি শহীদ বুলবুল কলেজের প্রভাষক মাসুদুর রহমানকে গত ১২ মে কলেজের মূল ফটকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দার ঝড় ওঠে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে