বিশ্বকাপ : বাংলাদেশকে ইংলিশ অধিনায়কের ভয়

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশকে ইংলিশ অধিনায়কের ভয়
বাংলাদেশ ও ইংল্যান্ড দল।ফাইল ছবি

আর মাত্র ১১ দিন পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি বিশ্বকাপ-২০১৯। আর আসন্ন ক্রিকেটের সর্বোচ্চ আসরে বাংলাদেশকে ভয় করছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান! নেপথ্যে কারণও উল্লেখ করেছেন তিনি।

আগামী ৮ জুন কার্ডিফে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। এর আগে টাইগারদের নিয়ে সতর্ক মরগান।

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ খুবই ঐক্যবদ্ধ দল। ইতিমধ্যে ক্রিকেট বিশ্বকে বিমুগ্ধ করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বিশ্বকাপজুড়ে তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশকে নিয়ে সতর্কতার আরেকটি বড় কারণ আছে ইংল্যান্ডের। এর আগে দুইবার (২০১১ ও ২০১৫) বিশ্বকাপে টাইগারদের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে ইংলিশরা।

সেসব জয়ে অসামান্য অবদান ছিল সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদদের।

এবারও দলে আছেন তারা। রয়েছেন ফর্মের মগডালেও। দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে খেলার অভিজ্ঞতা আসছে ক্রিকেটের সর্বোচ্চ আসরে ভোগাতে পারে যেকোনো দলকেই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে