মধ্যপ্রাচ্যের উত্তেজনার বিষয় ও সৌদির তেল সম্পদে হামলার ঘটনায় উপসাগরীয় আরব এলাকার নেতাদের নিয়ে দু’টি জরুরি বৈঠক ডেকেছে সৌদি আরব।
তবে এসব বৈঠকে কাতারকে ডাকা হয়নি বলে আজ সোমবার জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর ইয়েনি শাফাকের।
সৌদির রাজা সালমান গতকাল রোববার পবিত্র মক্কায় ৩০ মে দু’টি বৈঠক আহ্বান করেছেন। এতে গত সপ্তাহে সৌদির তেলের পাম্পিং স্টেশনে ড্রোন হামলার বিষয়ে আলোচনায় থাকবে।
- আরও পড়ুন >> টিসিবির পণ্য বিক্রি হচ্ছে মূল্য তালিকা ছাড়াই
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি আরবের দুটি তেলের ট্যাংকারসহ চারটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা নিয়ে আলোচনা হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অফিসের পরিচালক সুলতান বিন সাদ আল মুরাইখি টুইটারে লেখেন, কাতার প্রতিবেশীদের থেকে ভিন্ন, দুইটি বৈঠকের অংশগ্রহণে আমান্ত্রণ পায়নি।
এ বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।