সিরিয়া ইস্যু : রুশ-তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর জরুরি ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

রুশ-তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর জরুরি ফোনালাপ
ছবি: আনাদলু

যুদ্ধকবলিত সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদলিব বিষয়ে তুরস্ক ও রাশিয়ার সর্বোচ্চ প্রতিরক্ষা প্রধানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার টেলিফোনে দু’দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা প্রধানদের মধ্যে আলোচনা হয় বলে সরকারি বিবৃতির বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এ খবর জানিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শইগুয়ের সঙ্গে ফোনালাপে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেন। বিশেষত, তারা স্বাক্ষরিত ‘সোচি’ চুক্তির আওতায় সিরিয়ার ইদলিবে উত্তেজনা প্রশমনে ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা করেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর সূত্র বলছে, ২৫ এপ্রিল থেকে কমপক্ষে ১৬৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪১৫ জন বেসামরিক নাগরিত আহত হয়েছেন।বর্তমানে দেড় মিলিয়ন নাগরিক ইদলিবে বসবাস করছেন, যাদের অর্ধেক অংশই যুদ্ধের সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছেন।

গত সেপ্টেম্বরে তুরস্ক ও রাশিয়া ইদলিবকে একটি শান্ত অঞ্চল হিসেবে রূপান্তরিত করতে একমত হয় এবং ওই অঞ্চলে কোন ধরণের আগ্রাসন চালানো তীব্রভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু অস্ত্রবিরতির চুক্তিভঙ্গ করে ঐ অঞ্চলে প্রায়শই হামলা চালানো হচ্ছে।

২০১১ সালে যখন বাশার আল-আসাদের সরকার আন্দোলনের মুখে ভেঙে পড়ে, তখন থেকে সিরিয়া ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে